প্রিয় পাঠক, আপনি হয়তো আপনার ছবি এডিট করার জন্য সেরা অ্যাপ্লিকেশন গুলো খুঁজছেন? আপনি চাচ্ছেন আপনার ছবিগুলো যেন দক্ষ ইডিটর এর মত এডিট করা যায়? তাহলে আজকের এই পোস্টে আপনার জন্য। কারণ আজকের এই পোস্টে জানব ২০২৪ এর নতুন কয়েকটি সেরা মোবাইল ফটো এডিটিং অ্যাপস এর সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক, আজকাল সেরা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনগুলি কেবল প্রো ফটোগ্রাফারদের জন্যই নয়। আপনার স্মার্টফোন এখন সেরা ক্যামেরা অভ্যন্তরীণ কম্পিউটিং শক্তি দেওয়া হয়েছে।
যার মাধ্যমে আপনি সহজেই ফটো তোলা ও এর পাশাপাশি ফটো এডিটিং পরিচালনা করতে পারেন। আপনি দক্ষ photo editor না হলেও এই সফটওয়্যার গুলো দিয়ে ফটো এডিট করলে ছবিগুলো এডিটরের মতই লাগবে। তার মধ্যে একটি হলো PicsArt, যার মধ্যে পাচ্ছেন দুর্দান্ত AI ফটো ইফেক্ট, স্টিকার টেক্সট ব্যাকগ্রাউন্ড ইত্যাদি।
এই দুর্দান্ত টুলস ও ইফেক্ট গুলো দিয়ে আপনার ছবিকে হাই কোয়ালিটি করে তুলবে এক ক্লিকেই। শুধুমাত্র একটি অ্যাপ নয় এমন আরো অনেক অ্যাপস আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই দক্ষ হয়ে ছবি এডিট করতে পারবেন এবং আপনার কাছে যেটি সহজ হবে সেটি দিয়ে আপনি ছবি এডিট করতে পারবেন। চলুন তাহলে একে একে অ্যাপস গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়।
PicsArt মোবাইল এডিটিং অ্যাপস
PicsArt হলো একটি বেস্ট ফটো এডিটিং অ্যাপ্লিকেশন যা ইতিমধ্যে শীর্ষ অবস্থানে অবস্থান করছে। কারণ ফটো এডিটিং এর জন্য একটি মজাদার অ্যাপস এবং ব্যবহার ও খুব সহজ তা ছাড়া ছবি এডিটিং এর জন্য সমস্ত ফিচার একসাথে পাওয়া যায় বলে। আপনার ছবিগুলো অনেক সুন্দর ভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং ছবির কোয়ালিটি ও বাড়াতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে।
আর আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এই অ্যাপ্লিকেশনটি ১৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। PicsArt দক্ষ ফটোগ্রাফারদের জন্য ফটো এডিটিং এবং খোলা জিং টুলস এর সমৃদ্ধ একটি অ্যাপ্লিকেশন। আপনি এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে মাঝে মাঝে বিজ্ঞাপন শো করবে। যা খুবই বিরক্তকর।
তবে আপনি বিজ্ঞাপন ছাড়া অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে আপনাকে এর প্রিমিয়াম ভার্সন কিনতে হবে যা এক মাসের জন্য $11.99 এবং এক বছরের জন্য $55.99 দিয়ে কিনতে হবে।
AirBrush মোবাইল এডিটিং অ্যাপস
আপনারা যদি নিজের যেকোনো ছবি অধিক সুন্দর ও আকর্ষণীয় করে নিতে চান, তাহলে AirBrush সব থেকে ভালো মোবাইল ফটো এডিটিং অ্যাপস। এই app ব্যবহার করে আপনার ছবি আরো বেশি attractive বানিয়ে নেয়া সম্ভব। এই অ্যাপসে আপনি বিভিন্ন special effects ব্যবহার করতে পারবেন।
তাছাড়া, perfect & smooth skin, Whiten Teeth, Brighten Eyes অপশনের সাথেই blemish এবং pimple remover এর মতো মজার features ও রয়েছে। অ্যাপটিতে এত ভালো সুযোগ-সুবিধা থাকার কারণে পৃথিবীতে এখন পর্যন্ত ১০ লক্ষ থেকেও বেশি লোকেরা নিজের মোবাইলে ছবি এডিট করার জন্য এই app ব্যবহার করছেন। মোবাইলে ছবি এডিট করার জন্য এই সফটওয়্যারটি আপনার ব্যবহার করে দেখতে পারেন।
Picsart Studio মোবাইল এডিটিং অ্যাপস
মোবাইল দিয়ে ফটো এডিট করার জন্য আরেকটি সেরা সফটওয়্যার Picsart Studio। যারা এমন ফটো এডিটিং এর সাথে ছবির ব্যাকগ্রাউন্ড ও রিমুভ করতে চাচ্ছেন, তাদের জন্য এই appটি। একটি ছবিকে জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলতে যা যা ফিল্টার প্রয়োজন হয়, সমস্ত কিছুই রয়েছে এ একটি অ্যাপ্লিকেশন এর মধ্যে।
কয়েক হাজার টুলস বিদ্যমান রয়েছে এই মোবাইল ফটো এডিটিং অ্যাপসটিতে। এই এডিটিং অ্যাপসটি এখন পর্যন্ত ডাউনলোড সংখ্যা ১বিলিয়নেরও বেশি। শুধু ছবি এডিট করার সফটওয়্যার হিসেবে নয়, এ দিয়ে ছোটখাটো ভিডিও এডিটিং করা যায়। এর অত্যাধুনিক সব ফিল্টার আপনার ছবিকে করে তুলতে নতুনত্ব। এটি আপনি দুই ভাবে ব্যবহার করতে পারেন।
পেড এবং ফ্রি। তবে ফ্রি ভার্সনে কিছু বিরক্ত কর বিজ্ঞাপনের সম্মুখীন হতে হবে।
লেখক মন্তব্য
বর্তমান সময়ে ছবি এডিটিং এর চাহিদা বেড়েই চলেছে। সবাই চায় নিজের ছবিগুলো আরও একটা ও সতেজ দেখাক। অনেকেই ছবি এডিটিং শিখে এটিকে ইনকাম হিসেবে কাজে লাগাচ্ছে। তবে যারা তেমন ছবি এডিট করতে জানে না তাদের জন্য ছিল আজকের এই পোস্টটি। তিনটি মোবাইল ফটো এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি। যেগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার ছবি এডিট করতে পারবেন, কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই।
0 coment rios: