ওজুর করার সুন্নত তরিকাগুলো জেনে নিন

ওজুর করার সুন্নত তরিকাগুলো জেনে নিন

ওযুর ফরজ ও সুন্নত কয়টি?

  • অজুর প্রথমে নিয়ত করা।
  • বিসমিল্লাহ বলে ওযু শুরু করা।
  • উভয় হাতের কব্জি ধৌত করা তিনবার।
  • মিসওয়াক করা।
  • নাখে পানি দেওয়া তিনবার।
  • রোজাদার না হলে ভালোভাবে মুখে পানি এবং নাকে পানি দিতে হবে।
  • প্রতিটি অঙ্গ ভালোভাবে তিনবার।

ওযু করার নিয়ম ও নিয়ত

যেকোনো ভালো কাজের জন্য প্রথমে নিয়ত করতে হয়, তেমনি প্রথমে ওযুর জন্য নিয়ত করতে হবে।বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে তা না হলে অজু হয় না। দুইহাত তিনবার কব্জি পর্যন্ত ধুয়ে নিতে হবে, আংটি বা ঘড়ি থাকলে তা খুলে ওযু করতে হবে। ডান হাতে পানি নিয়ে তিনবার ভালোমতো কুলি করতে হবে।

আরো পড়ুনঃ কিডনি রোগের কারণ লক্ষণ ও প্রতিকার গুলো যেনে নিন

তারপর নাকে পানি দিয়ে তিনবার নাক ভালো মতো ধৌত করতে হবে।এরপর মুখমণ্ডল পরিষ্কার করতে হবে জেনে যেন একটু অংশ ফাঁকা না থাকে। এরপর ডান হাতের আঙ্গুল থেকে হাতের কনুই পর্যন্ত তিনবার ভালোমতো ধৌত করতে হবে।প্রথমে ডান হাত পরে বাম হাত।

এরপর মাথা মাশাহ করতে হবে,সাথে সাথেই দুই হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে দুই কানের ভেতর এবং বুড়ো আঙ্গুল কানের বাইরের দিক মাশাহ করতে হবে।

এরপর প্রথমে ডান পা পরে বাম পা ধৌত করতে হবে এবং হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের ফাঁকা গুলো খেয়াল করে ধৌত করতে হবে।

অজু ভঙ্গের কারণ কয়টি?

  • পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলে।যেমন বায়ু পেশাব পায়খানা ইত্যাদি।
  • রক্ত বা পুঁজ গড়িয়ে পড়লে।
  • মুখ ভরে বমি হলে।
  • থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান হল।
  • ঘুমিয়ে পড়লে।
  • মাতাল বা পাগল হয়ে গেলে।
  • নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি দিলে।
ওযু করারই তরিকা গুলো মেনে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নতগুলো যথাযথভাবে পালন করা আমাদের মুসলিমদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা উপরোক্ত আলোচিত তরিকাগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 



SHARE THIS

Copy Url

Author:

HELPER NETWORK is a blog provide blogger templates for free Read More

0 coment rios: