রাবিতে সেমিস্টার প্রথার বিরুদ্ধে শিক্ষার্থীর গণজোয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার প্রথা বাতিলের জন্য আওয়াজ তুলেছেন -  আজ ২৩ অক্টোবর, ২০২৪ রোজঃ বুধবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। আনুমানিক বেলা ১১ঃ০০ টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে এই সেমিস্টার প্রথার বিরুদ্ধে গণ মিছিল করেন। 

রাবিতে সেমিস্টার প্রথার বিরুদ্ধে শিক্ষার্থীর গণজোয়ার

এতে শিক্ষার্থীরা জানায় যে, সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হওয়ার চেয়ে বাৎসরিক ভাবে পরীক্ষা হওয়া তাদের জন্য বেশ সুবিধা জনক ও যুক্তিযুক্ত। বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুধুমাত্র সিজিপিএ বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের নিজেকে গুছিয়ে নেওয়ার প্রবণতা নষ্ট করে এবং বুদ্ধিবৃত্তি বিকাশে বাধা প্রদান করে। তাই তারা সেমিস্টার পদ্ধতির পরীক্ষার এই অস্বস্তিকর বিষয় থেকে মুক্তি পেতে চায়। 

আরো পড়ুনঃ ঘরে বসে প্যাসিভ ইনকাম করুন ৭টি  নতুন উপায়ে

সেক্ষেত্রে শিক্ষার্থীরা আরও জানান যে, গভীরভাবে জ্ঞান অর্জনের জন্য বা কোন একটি বিষয়ে বিস্তর ভাবে জানতে ও গবেষণা করার মত সময় সেমিস্টার পদ্ধতিতে পাওয়া যায় না। তাই সেমিস্টার ভিত্তিক এই ব্যবস্থাকে চান না শিক্ষার্থীরা। তারা বলেন বাৎসরিক ভাবে পরীক্ষা ও বাৎসরিক শিক্ষা ব্যাবস্থা আমাদের যোগ্য করে তুলতে সাহায্য করবে। কিন্তু সেমিস্টার প্রথার কারনে আমরা সত্যিকারের জ্ঞান সাধনা থেকে অনেক দূরে এবং এই ব্যাবস্থা কারনে আমরা অনেক চাপের মুখে থাকি এবং নিজেদের মেধাকে বিকশিত করতে অসুবিধা হয় যার কারনে আমরা এই সেমিস্টার প্রথা বা এই ধরনের শিক্ষা ব্যাবস্থা চাই না। এভাবেই আওয়াজ তোলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। 

সেমিস্টার কে না বলতে শিক্ষার্থীদের এই গণ মিছিলে শিক্ষার্থীদের হাতে বেশ কিছু লিফলেট দেখা যায়। যেখানে বেশ কিছু স্লোগান উল্লেখযোগ্যঃ 

  • আইন অনুষদে - সেমিস্টার ইয়ার  
  • গভীর জ্ঞান গবেষণা, সেমিস্টারে মিলবে না 
  • সেমিষ্টারে সিজি হালি, কিন্তু আমার মাথা খালি
  • সেমিস্টারে নেই স্বস্তি, বার্ষিকতায় মুক্তি 

আরো পড়ুনঃ ব্লগিং করে আয় করুন ঘরে বসে

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এডমিশন কেন্দ্রিক তথ্য পেতে আমাদের পেজ ও ওয়েব সাইটে যুক্ত হন।
ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন 
আমাদের ওয়েব সাইটে আরো তথ্য পেলে ক্লিক করুন 

প্রতিবেদকঃ 

নাহিদ হাসান 
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।



SHARE THIS

Copy Url

Author:

HELPER NETWORK is a blog provide blogger templates for free Read More