মান্দায় ইসলামিক জলসায় বিএনপি নামধারী দুষ্কৃতীকারীদের হামলা

নওগাঁ জেলার মান্দা উপজেলার ০৭ নং প্রসাদপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের ডিপ-বাজারে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে দুষ্কৃতিকারীদের হামলা। 

ইসলামিক জলসায় বিএনপি নামধারী দুষ্কৃতীকারীদের হামলা

আয়োজিত উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর ২০২৪ ইং রোজ বুধবার, উক্ত মাহফিলে স্থানীয় কিছু নব বিএনপি'র সদস্য তাদের নিজের ইচ্ছা ও স্বার্থ হাসিল করার জন্য সেই ইসলামিক জলসায় তাদের সকল কুকর্ম ও হাঙ্গামা সমর্থনকারী ০৭ নম্বর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মতিন কে প্রধান অতিথি করার প্রস্তাব রাখেন। যার বিনিময়ে কিছু অর্থ প্রদান করার প্রস্তাব ও করা হয় মাহফিল কমিটিকে। 

তবে সাধারণ এলাকাবাসী ও যুব সমাজ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে কিছু এলাকাবাসী বলেন যে, এটি মূলত একটি ইসলামিক আয়োজন এখানে কোন দলীয় বিষয়ে বা রাজনৈতিক ক্ষমতার হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। 

মূলত এই অনুষ্ঠানটি যুব সমাজের উদ্যোগে করা হয়েছে।তার পরিপ্রেক্ষিতে বিএনপি নামধারী নব বিএনপির সদস্যদের প্রস্তাব

প্রত্যাখ্যান করায় মাহফিল বন্ধ করার জন্য মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করে ও স্থানীয় প্রশাসনকে অবগত করেন। তবে এতে মান্দা ইউএনও ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু সহ মান্দা উপজেলার এসআই, ওসি মাহফিল করার জন্য অনুমতি প্রদান করেন। তবে এখানে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয় তার মধ্যে অন্যতম শর্ত হলো সেই মাহফিলে প্রধান অতিথি করতে হবে ০৭ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন কে এবং মাহফিলের ব্যানার পরিবর্তনের জন্য ১০০০ (এক হাজার ) টাকা প্রদান করেন।

তাদের শর্তসাপেক্ষে যুবসমাজ ইসলামিক জলসা পরিচালিত করার সুযোগ পায়। তবে, মাহফিল চলাকালীন আনুমানিক রাত ৯:৩০ ঘটিকায় ০৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সাঙ্পাগোঙ্গোরা মিলে মাহফিল বন্ধ করার জন্য হামলা করে এবং সাথে সাথে মাহফিল বন্ধ করতে বলে। মাহফিল বন্ধ না করায় মাহফিলে হামলা করে এবং সাধারণ এলাকাবাসীদের মারধর করে যার কারণে মাহফিল তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। 

কিন্তু এলাকাবাসী সেই বিএনপি নামধারী পাতি নেতাদের বাধা প্রদান কালে হাতাহাতি হয় যার কারণে তাদের দলীয় ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে থানাতে মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করে। 

উক্ত ইসলামিক জলসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা হামলার সাথে জড়িত ছিল:

মোতলেফুর রহমান মতো, মানিক ইসলাম, মোঃ মাহফুজুল, আশরাফুল চৌধুরী, সাইদুর চৌধুরী, মোঃ এরশাদ, আব্দুস সামাদ (শিক্ষক - ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়) , আব্দুর রশিদ ও তার ছেলে আব্দুর রকিব , আলমগীর , বাবুল চৌধুরী (পিতা মৃত মসির উদ্দিন ), বিদ্যুৎ ( কলা ), মান্নান ( ২ ),  সালাম পিতা: আহাদ আলী , বাবু মন্ডল।

প্রতিবেদক 

মোঃ শাকিব হোসাইন - অদম্য কণ্ঠ, মান্দা




SHARE THIS

Copy Url

Author:

HELPER NETWORK is a blog provide blogger templates for free Read More

0 coment rios: