স্বল্প খরচে আলু চাষে করণীয় সম্পর্কে জানুন

স্বল্প খরচে আলু চাষে করণীয় সম্পর্কে জানুন

জলবায়ু

আলু চাষের জন্য উপযোগী তাপমাত্রা হল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত।

জমি নির্বাচন

আলু ফসল যেকোনো মাটিতে হতে পারে। তবে আলু চাষের জন্য বেলে দো-আশ,দো-আশ মাটিতে সবচেয়ে ভালো হয়। জমি অবশ্যই রুদ্র উজ্জ্বল হতে হবে। মাঝারি উঁচু ও উঁচু হতে হবে যাতে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকে।

জাত নির্বাচন :

আলুর জনপ্রিয় উচ্চ ফলনশীল জাত সমূহ..

১।ডায়মন্ড
২।কার্ডিনাল
৩।কারেজ
৪।কারেলাশ
৫।এলুয়েট

জমি তৈরি :

আলুর জমি কমপক্ষে আড়াআড়ি ভাবে চার থেকে পাঁচ বার টাক্তার দিয়ে ভালোভাবে চার্ষ দিতে হবে যাতে মাটিতে কোন ঢেলা না থাকে মাটির ঝুরঝুরে ও সমতল করে নিতে হবে এক্ষেত্রে আলুর জমিতে বীজ বুনতে অনেকটাই ভালো হয়।

বীজ সংগ্রহ ও পরিচযা:

কোল্ড স্টোরেজ থেকে বীজ আলু বের করার পর পঞ্চাশ ফ্রি হেটিং রুমে রাখতে হবে বিজ বাড়িতে আনার 24 ঘন্টার মধ্যে বস্তা খুলে ছোড়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তা না হলে বস্তায় আলু ঘেমে পচে যেতে পারে।

বীজ শোধন :

প্রতি লিটার পানিতে ৩০ গ্রাম ভোরে এসিড মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট চুবিয়ে পরে ছায়াতে শুকাতে হবে। অথবা পলিথিন শিপ এর ওপর আলু ছড়িয়ে দিয়ে বোরিক অ্যাসিড মিশিয়ে স্প্রে করতে হবে তাতে করে বীজটা অনেক ভালো থাকে ।

আরো পড়ুনঃ অনলাইন ব্যবসার আইডিয়া \ ৯টি অনলাইন বিজনেস আইডিয়া

বীজের সাইজ এবং আকার :

আলু ফসলের জন্য ৩০ থেকে ৪০ গ্রাম ওজনের আসতো আলু বীজ হিসেবে বেশি উত্তম কেটেও বীজ লাগানো যেতে পারে। আড়া আড়ি ভাবে না কেটে লম্বা লম্বি ভাবে কাটতে হবে। যাতে কমপক্ষে প্রতিটি অংশে কমপক্ষের দুটি থেকে একটি চোখ/কুশী থাসি। কাটা আলু ৩ থেকে ৪ ছায়া জুক্ত রাখতে হবে।


আলুর উপযুক্ত সময়/মৌসুম

আলুর উপযুক্ত সময় অক্টোবর মাসেও আলু রোপন করা যায়। তবে নভেম্বর মাস আলু লাগানোর উপযুক্ত সময়। নভেম্বরের পরে আলু রোপন করলে ফলন কমে যায়।

রোপন দূরত্ব

আস্ত আলুর সারির দূরত্ব ৬০ সেন্টিমিটার বীজের দূরত্ব২৫ সেন্টিমিটার। কাঁটা আলুর সারির দূরত্ব৬০ সেন্টিমিটার এবং বীজ এর দূরত্ব২৫ সেন্টিমিটার।

বীজের হার

হেক্টরে প্রতি১.৫ টন এবং বিঘা প্রতি ২০০ কেজি এবং শত প্রতি ৬ কেজি বীজ লাগবে।


সার প্রয়োগ পদ্ধতি

সারের পরিমান

বিঘা প্রতি ইউরিয়া সার ৩৩ কেজি এবং টি এস পি ২৬.৪ কেজি। এমওপি ২৮ কেজি। জিপসা.১৬ কেজি।দস্তা ১.৫ কেজি।বরন ১ কেজি।

আরো পড়ুনঃ বিনামূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আজই শুরু করুন



Next Post Previous Post