একটা প্রেম শুরুর প্রথম ধাপ হচ্ছে প্রপোজ করা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না সরাসরি এই কথাটা বলে প্রপোজ করে আপনি নিশ্চয়ই ক্লাসের সামনে ইম্প্রেসন নষ্ট করতে চান না একটু অন্যভাবে প্রপোজ করার কথা ভাবলে আবার অনেকেরই মাথায় আসে জাতীয় সংগীতের দ্বিতীয় লাইনটা কি বলতো এই টাইপ জিনিস ভাই এসব পূরণ হয়ে গেছে।
প্রপোজ নিয়ে আসুন নতুন কিছু সৃষ্টি করা যায় কে জানে আপনার অন্যরকম প্রপোজ দেখে আপনাকে না বলে দিবে ভেবে রাখা মানুষটাও হ্যাঁ বলে দিতে পারে কিংবা প্রপোজ করার ধরন ভালো না হলে আপনার প্রেমে ফিদা হয়ে থাকা মানুষটাও আপনাকে না বলে দিতে পারে সামনে ভালোবাসা দিবস আসছি তাই আপনি জেনে নিন কিভাবে আপনার ভালোবাসার মানুষকে প্রপোজ করলে কাছে পাওয়া যায় নিচে বিভিন্ন টেকনিকে প্রপোজ এর কিছু অংশ দেওয়া হল চলুন তাহলে দেখে আসা যাক
আলোচ্য বিষয় সমূহঃ
- প্রথম প্রেমের প্রপোজ
- প্রপোজ করার মেসেজ
- বাংলা রোমান্টিক প্রপোজ
- প্রেম বড় না ভালোবাসা বড়
প্রথম প্রেমের প্রপোজঃ
১। তোমার বাচ্চাকাচ্চা আর আমার বাচ্চাকাচ্চার জন্মদিনে কিন্তু চাইলে আমরা প্রতিবছর একই দিনে একসাথে পালন করতে পারেন।
২। তুমি কি ফেসবুক তোমাকে দেখার পর সেই তোমাকে দিলাম লগ আউট করতে পারছি না সারাদিন তোমাতেই পড়ে থাকি তোমাতেই মুগ্ধ থাকতে পছন্দ করি।
৩। তোমার নামটা কি আমি ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি প্রিয়।
৪। সারা জীবনের জন্য একজন রুমমেট খুঁজছি তুমি কি আগ্রহী।
৫। তোমায় দেখতে না অসম্ভব সুন্দর লাগছে তুমি না হয় আমার সারা জীবনের জন্য থেকে যাও।
প্রপোজ করার মেসেজঃ
প্রপোজ করার স্ট্যাটাস কবিতা ছন্দ মেসেজ কিছু কথাও লেখা নেই আমাদের আজকের এই স্ট্যাটাসটি। আর যেমন তেমন ভাবে করা যায় না। একটু সাজিয়ে গুছিয়ে আর মনের অনুভূতিগুলো একসাথে মিশিয়ে বলতে হয়। প্রপোজ করার জন্য আমাদের এই লেখাটা আপনাকে সাহায্য সহযোগিতা করবে আশা করছি। তো চলুন তাহলে নেওয়া যাক আমাদের সেই লেখা গুলো,
আরো পড়ুন: ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি সফটওয়্যার
১। তুমি জানো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার হৃদয়কে কতটা আনন্দময় করে তোলে তুমি আমার হয়ে যাও প্রিয় আর আমি শান্ত হয়ে যায়।
২। আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয়। কিন্তু তোমার উপস্থিতি আমার জীবনকে আরো বৈচিত্র্যময় করে তুলতে পারে প্রিয়, আমার এ প্রস্তাব তুমি ফিরিয়ে দিও না তাহলে আমার কিছু হয়ে যেতে পারে ।
৩। আমি যে শুধু তোমাকে ভালোবাসার প্রভুজাল দিচ্ছি তাই নয় তার সাথে আমার হৃদয় ভালোবাসা আবেগ অনুভূতি সবগুলো তোমাকে দিয়ে দিচ্ছি প্রিয়।
৪। তুমি আমার অপরূপ সুন্দরী তুলনাহীন ভালো মন তোমার আমিরুপের প্রেমে পড়তে পারতাম তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের তোমার ভালোবাসা। তোমার মনের শত্রুতা আমাকে আঁকড়ে ধরে রেখেছে তোমার প্রেমের শুদ্ধ অনলে পড়তে চাই সারাটি ক্ষণে ক্ষণে ।সুযোগ দিয়ে মনের ঘরের বাসিন্দা হতে ভালোবাসার মানুষ।
৫। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ যাকে সে নিজের সুখে-দুখে কষ্টে কাছে রাখতে চায় আমি যখন এমন কাউকে ভাবি শুধু তোমার ছবি ওঠে হৃদয়ের ক্ষণে ক্ষণে।
৬। জানিনা তোমার দেখা পাব কিভাবে কিভাবে তোমাকে পাবো নিজের করে খুব কাছে জানিনা কতটা আপন ভাবে তুমি আমায় শুধু জানি এই মন ভীষণ ভালোবাসি তোমাকে নির্ঘুম রাতের পর যেমন ঝলমলে ভোর সব সময় কাটায় তেমনি তোমাকে দেখলেই আজকাল মন ভালো হয়ে যায়। তোমার কথায় ভাবি সারাটি ক্ষণ একেই কি ভালোবাসা বলে? যদি তাই হয় আমি ভালোবাসি তোমায় আমার সমস্তটা মন প্রাণ দিয়ে।
৭। ভালোবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয় আর নতুন আনন্দে নিজেকে খুশি রাখতে সাহায্য সহযোগিতা করে ভালোবাসা মানে একজনের সব দোষ গুলো জেনে যাওয়া এবং সেগুলোর জন্য তাকে আরো বেশি করে ভালোবাসা আচ্ছা প্রিয় আমার অবস্থা ঠিক এমনই তোমাকে আমার জীবনে পেয়ে আমার সমস্ত অতিথির দুঃখগুলো যেন বিলীন হয়ে গেছে।
বাংলা রোমান্টিক প্রপোজঃ
১। একসাথে বড় হও আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে উঠতে পারে চলো এটি কি সত্যি রূপে ধারণ করে ফেলি হাত ধরে তোমায় নিয়ে চলি ক্ষয় ভালোবাসার দেশে।
২। যতদিন তুমি আমার জীবনে আছো বেঁচে থাকার অন্য কোন মাধ্যম দরকার নেই আমার। তুমি আমার জীবন ভালোবাসা আমার নিয়তি।
৩। তুমি হয়তো জানো না প্রিয় আমি মনে প্রাণে তোমার উপাসনা করি তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে গিয়েও চোখে জল আসে শুধু তোমার মুখে আমার চোখের সামনে ভেসে ওঠে প্রিয় শুধু তোমার মুখ আমার চোখের সামনে ভেসে উঠে ।তুমি কি জন্ম-জন্মান্তরের জন্য আমার হবে।
আরো পড়ুন: ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার সহজ উপায়
৫। তোমাকে বলার জন্য আমার কাছে অনেক কথা রয়ে গিয়েছে প্রিয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে শুধু একটা জিনিস বলতে চাই তোমার জীবনের ভালবাসায় পরিনিত হওয়ার সুযোগ দেবেন তুমি কি আমায় হ্যাপি প্রপোজ ডে।
৬। প্রিয় তোমাকে নিয়ে আমি সারাটা জীবন একটি কুঁড়েঘরে কাটিয়ে দিতে চাই সে ঘরে তুমি আর আমি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না আচ্ছা তুমি কি আমার সাথে থাকতে চাও এই নির্জন কুঁড়েঘরে।
প্রেম বড় না ভালোবাসা বড়ঃ
মানুষ যেকোনো মুহূর্তে কোন জিনিসকে পছন্দ করে ফেলতে পারে এক পর্যায়ে তাদের ভালোলাগা ভালবাসায় পরিণত হয়। ভালোবাসা হলো এমন একটি সম্পর্ক যে আপনাকে বাস্তবতা শিখাবে। আসলে প্রেম কখনো একতরফা হয়নি একতরফা হয় ভালোবাসা। একটা ছেলে যখন একটা মেয়েকে একতরফা ভালোবাসে অথবা একটা মেয়ে যখন একটা ছেলেকে একতরফা ভালোবাসে তখন সেটা শুধুই ভালোবাসায় পরিণত হয়। হয় আর প্রেম হচ্ছে যখন দুজন দুজনকে ভালোবাসে তখন ভালোবাসা প্রেমে পরিণত হয়।
উপসংহারঃ
কাউকে ভালবাসলে তাকে ছেড়ে আসা যায় কিন্তু কারো মায়ায় পড়লে নিজেকে ছেড়ে আসতে হয় আসলে এটাই বাস্তব । প্রিয় বন্ধুরা আপনাদের যদি এই পোস্টগুলো পড়ে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ।
0 coment rios: